হালহালিতে মর্মান্তিক দুর্ঘটন, বটগাছের ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু
আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুর মহকুমার হালহালি দেবীছড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রবিবার রাসমেলা দেখতে গিয়ে বটগাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম মাধুরি দাস। জানা গেছে, সাত মাসের এক সন্তানের মা মাধুরি দাস পরিবার-পরিজ
মৃত্যু


আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুর মহকুমার হালহালি দেবীছড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রবিবার রাসমেলা দেখতে গিয়ে বটগাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম মাধুরি দাস। জানা গেছে, সাত মাসের এক সন্তানের মা মাধুরি দাস পরিবার-পরিজনের সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একটি বটগাছের ভারী ডাল ভেঙে পড়ে মাধুরির মাথায়। সঙ্গে সঙ্গে তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কুলাই হাসপাতালে, সেখান থেকে নিয়ে আসা হয় আগরতলার জিবি হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান, আগরতলায় পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে মাধুরি দাসের। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande