
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): গভীর রাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ের খবরে সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ব্যাঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে মাননীয়াকে লক্ষ্য করে।
মাননীয়ার ডিপি দেওয়া একটি পোস্টে ‘সর্বজ্ঞানী বিন্দু পিসি’ নামধারী কেউ বড় হরফে লিখেছেন, “ভাগ্যিস আইসিসি ফাইনাল খেলাটা পশ্চিমবঙ্গে দেয়নি, না হলে এতো রাত্রে বাড়ির বাইরে বেরিয়ে মেয়েদের বিশ্বকাপ জেতা হতো না!“ এর প্রতিক্রিয়ায় প্রচুর মন্তব্য এসেছে।
সৈকত পাল লিখেছেন, “হারমানপ্রীত, স্মৃতি মান্থানা প্রায়ই আমাকে ফোন করে বলতো, দিদি একটা কভার ড্রাইভ মেরে দেখাও না..!”
রাহুল চৌধুরী লিখেছেন, “রাত হয়ে গেছে আর খেলতে হবে না বাড়ি আয়। বক্তা - চটিপিসি
প্রদীপ কুমার দাড়ি লিখেছেন, “আমি কোচ (বাঙালি অমল মজুমদার)কে বলেছিলাম শেফালি কে ফাইনালে ওপেন রিচাকে ফিনিশিং আর দীপ্তি ডেথ ওভার বল করাতে।”
শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, “তিনি তো বলতেন আমার অনুপ্রেরণাতে হয়েছে।” ইন্দ্রানী মহারানা লিখেছেন, “তৃণমূল সেনারা যেখানেই ...মেয়েদের অসম্মান সেখানেই।”
বাসুদেব বিশ্বাস লিখেছেন, “বাংলায় দানবদের বাস সেই জন্য ভেবেচিন্তে রাতে খেলা দেয়নি।”
শেখ সেলিম লিখেছেন, “খেলাটা অপয়া দেখতে যায়নি বলে আমাদের ইন্ডিয়া জিতেছে।” রাহুল রায় লিখেছেন, “খেলার সামগ্রী চুরি হয়ে যেত। আর চটি চাটারা এটাকে বড়ো করে বলতো এটা দিদির অনুপ্রেরণা।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত