
উদয়পুর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের রাজধরনগরে পুকুরের জলে ডুবে প্রাণ হারাল দুই বছরের শিশু। মৃত শিশুর নাম শুভম সরকার। বাবার নাম শান্তি সরকার।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খেলতে খেলতে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের ধারে গিয়ে পড়ে শুভম। দীর্ঘক্ষণ তাকে দেখা না যাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২০ মিনিট পর পুকুরে শুভমকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভমকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় রাজধরনগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনেরা শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ