
পুরুলিয়া, ৩ নভেম্বর (হি.স.): পুরুলিয়া জেলার কেন্দার একটি বেসরকারি আবাসিক স্কুলের নবম শ্রেণির এক পডুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো। মৃতের নাম শম্ভু কুম্ভকার। বয়স বছর চোদ্দ। তার বাড়ি কেন্দাতেই।
পডুয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে তাঁরা এক পড়শির মাধ্যমে খবর পান, শম্ভুকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাড়ির কাছেই ওই আবাসিক স্কুল থাকা সত্ত্বেও সেখান থেকে বাড়িতে খবর দেওয়া হয়নি। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখেন, শম্ভুর মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়তে সোমবার সকালে অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখাতে জড়ো হন। তাঁরা গিয়ে দেখেন, স্কুলের গেটে তালা। স্কুল কর্তৃপক্ষ নেই। অভিভাবকেরা তালা ভেঙে বাকি পড়ুয়াদের উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। পড়ুয়ার মৃত্যুর তদন্ত চেয়ে সকাল থেকে বাসিন্দারা গাছের গুঁড়ি ফেলে পুরুলিয়া-মানবাজার সড়ক অবরোধ শুরু করেন। স্কুল কর্তৃপক্ষর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ