ধানবাদে দুই বাসের সংঘর্ষে আহত ১২
ধানবাদ, ৪ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদে দুই বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার গভীর রাতে রাজগঞ্জের চালিবাংলার কাছে । ঘটনায় ১২ জন যাত্রী আহত হয়েছেন । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে রাজগঞ্জের চ
ধানবাদে দুই বাসের সংঘর্ষে আহত ১২


ধানবাদ, ৪ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদে দুই বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার গভীর রাতে রাজগঞ্জের চালিবাংলার কাছে । ঘটনায় ১২ জন যাত্রী আহত হয়েছেন ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে রাজগঞ্জের চালিবাংলার কাছে জামতারা থেকে বোকারো লঘু পাহাড়গামী দুটি বাসের সংঘর্ষ হয়। দুটি বাসই জনজাতি মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। দুর্ঘটনায় ১২ জন যাত্রী আহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে আহতরা চিকিৎসাধীন। দুর্ঘটনার ফলে রাস্তায় যানজট তৈরি হয়। পুলিশ ক্রেনের সাহায্যে বাসগুলি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande