
পশ্চিম সিংভূম, ৪ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সারান্দিয়াপস গ্রামের কাছে সোনুয়া-গুড্ডি রাস্তায় । ঘটনায় ছয়জন আহত হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম জিতেন মাহাতো (২৫) ,জয়শ্রী মাহাতো (১০) রূপেশ মাহাতো (৭), দুর্গা মুন্ডা (৩০), সঞ্জয় মুন্ডা (৩২) এবং গুরুভা মুন্ডা (১০)। দ্রুতগতি এবং ভারসাম্যহীনতার কারণে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন