হাফলঙের সাবরিনা আলমকে ইউএসটিএম-এর জুবিন গার্গ মেমোরিয়াল স্বর্ণপদক
হাফলং (অসম), ৪ নভেম্বর (হি.স.) : মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিএম) একাদশ সমাবর্তনে প্রয়াত জুবিন গার্গ মেমোরিয়াল স্বর্ণপদক লাভ করেছেন ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙের কলেজ রোডের বাসিন্দা সামসুল আলম এবং সুলতানা রাফিয়ার কন্যা স
সাবরিনা আলমকে স্বর্ণপদক প্রদানের এক মুহূর্ত


হাফলং (অসম), ৪ নভেম্বর (হি.স.) : মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিএম) একাদশ সমাবর্তনে প্রয়াত জুবিন গার্গ মেমোরিয়াল স্বর্ণপদক লাভ করেছেন ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙের কলেজ রোডের বাসিন্দা সামসুল আলম এবং সুলতানা রাফিয়ার কন্যা সাবরিনা আলম।

সাবরিনার শিক্ষায় উৎকর্ষ, সহ-পাঠক্রমিক কার্যকলাপের জন্য সম্মানিত করা হয়। সাবরিনা আলম বিএসসি বায়োটেকনোলজিতেও স্বর্ণপদক লাভ করেছেন। ইউএসটিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধার। তাছাড়া সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গালুরু আইআইএসসি কাউন্সিলের চেয়ারম্যান পদ্মভূষণ ড. সেনাপতি ‘ক্রিস’ গোপালকৃষ্ণণ এবং ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা সহ বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande