
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): হরিদেবপুর গুলিকাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল শুটারও। সোমবার রাতেই তাকে বালিগঞ্জের ডেরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বেহালার সরশুনা থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে গুলিবিদ্ধ মহিলার প্রেমিক বাবলু ঘোষ।
রাতে বাবলুর বন্ধু বাপ্পা দাসকে ধরে একদিনের মধ্যেই এই ঘটনার কিনার করা হল বলে দাবি হরিদেবপুর থানার পুলিশ। বালিগঞ্জ থেকে ধৃত বাপ্পাই গুলি চালিয়েছিল বলে পুলিশের জেরায় জানিয়েছে। এর নেপথ্য কাহিনিও জানতে পেরেছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, সোমবার প্রাতঃভ্রমণের সময় প্রাণঘাতী হামলা চলে হরিদেবপুরের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব মৌসুমী হালদারের উপর। পিছন থেকে বাইকে এসে দু’জন তাঁকে গুলি করে। পিঠে গুলি লাগায় তিনি প্রাণে বেঁচে যান। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে পড়তেই প্রেমিক বাবলু ঘোষের নাম জানিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর সেই বয়ান এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তিন ঘণ্টার মধ্যে বাবলুকে গ্রেফতার করে।
জানা যায়, মৌসুমী ও বাবলুর বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের কারণে এই হামলা। সম্প্রতি প্রেমের সম্পর্ক থেকে মৌসুমী বেরিয়ে আসতে চাইলেও নাছোড় বাবলু। আর তার জেরেই প্রাণে মেরে ফেলার ছক। পুলিশি জেরায় বাবলু জানিয়েছে, অপর ধৃত তথা শুটার বাপ্পা তার বন্ধু।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত