
নদিয়া, ৪ নভেম্বর (হি.স.): সোমবার রাতে টোটো এবং স্করপিও গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত আরও পাঁচজন।
আহতদের মধ্যে তিনজনকে শান্তিপুর হাসপাতাল এবং বাকিদের রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
মৃত এবং আহতরা সবাই একই পরিবারের বলে জানা যাচ্ছে। তাঁরা চাপড়ার বাসিন্দা। শান্তিপুর হাসপাতালে চিকিৎসারত এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। একটি টোটোতে করে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত