
চম্পাওয়াত, ৪ নভেম্বর (হি.স.): বিহারের চম্পাওয়াতে খাদে গাড়ি পড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে লোহাঘাট ব্লকের সীমান্তবর্তী এলাকা ডুংরা বোরায় । ঘটনায় একজন মহিলা সহ দুইজন নিহত হয়েছে, একজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম মুকেশ কুমার ,মনীষা ও বিক্রম রাম । তাঁরা ডুংরা বোরার বাসিন্দা। তাঁরা গাড়ি নিয়ে লোহাঘাটের দিকে যাচ্ছিলেন । নেপাল সীমান্তের ডুংরা বোরায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলা সহ দুইজন প্রাণ হারায় এবং একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন