মণিপুরের চূড়াচাঁদপুরে আধাসেনার গুলিতে ধরাশায়ী চার কুকি সন্ত্রাসী, ধৃত এক
ইমফল, ৪ নভেম্বর (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় আজ মঙ্গলবার ভোরের দিকে আধাসেনা বাহিনী আসাম রাইফেলস-এর সঙ্গে গুলিযুদ্ধে ধরাশায়ী হয়েছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র চার ক্যাডার। এছাড়া এক সন্ত্রাসীকে আটক কর
মণিপুরের চূড়াচাঁদপুরে আধাসেনার গুলিতে ধরাশায়ী চার কুকি সন্ত্রাসী


ইমফল, ৪ নভেম্বর (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় আজ মঙ্গলবার ভোরের দিকে আধাসেনা বাহিনী আসাম রাইফেলস-এর সঙ্গে গুলিযুদ্ধে ধরাশায়ী হয়েছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র চার ক্যাডার। এছাড়া এক সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চূড়াচাঁদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে খানপি গ্রামে গতকাল রাতে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী আসাম রাইফেলস। খবর ছিল, খানপি গ্রামের একটি বাড়িতে অন্তত ১৭ জন ইউকেএনএ সন্ত্রাসী লুকিয়েছিল। তাদের ধরতে অভিযান চালিয়েছিল আসাম রাইফেলস।

অভিযানকালে ভোররাতের দিকে বিনাপ্ৰরোচনায় কুকি সন্ত্রাসীরা আধাসেনার দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। এতে শুরু হয় প্রচণ্ড গুলি-সংঘর্ষ। গোলাগুলিতে চার ইউকেএনএ ক্যাডার ধরাশায়ী হয়েছে এবং একজনকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সংঘর্ষস্থল থেকে উদ্ধার করা হয়েছে সন্ত্রাসীদের ব্যবহৃত ম্যাগাজিন সহ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এ খবর লেখা পর্যন্ত নিরাপত্তা বাহিনী সংলগ্ন এলাকায় তালাশি-অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্রটি।

সেনা মুখপাত্র জানান, সম্প্রতি জনৈক গ্রামপ্রধানকে গুলি করে মেরেছিল ইউকেএনএ ক্যাডাররা। স্থানীয়দের ভয় প্রদর্শন এবং এলাকায় আশান্তির বাতাবরণ তৈরি করেছিল এই সব সন্ত্রাসীরা। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী বিরোধী অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande