উলানবাতরে আটকে পড়া যাত্রীদের আনতে বিমান পাঠাল এয়ার ইন্ডিয়া
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : সান ফ্রান্সিসকো থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই–১৭৪ জরুরি অবতরণ করেছে সোমবার মনগোলিয়ার উলানবাতর আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উলানবাতরে আটকে পড়া যাত্রীদের আনতে উদ্ধার বিমান পাঠাল এয়ার ইন্ডিয়া


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : সান ফ্রান্সিসকো থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই–১৭৪ জরুরি অবতরণ করেছে সোমবার মনগোলিয়ার উলানবাতর আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২৪৫ জন যাত্রী ও ক্রু নিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান প্রযুক্তিগত সমস্যার কারণে। ওই বিমানের ২২৮ জন যাত্রীকে দেশে ফেরাতে বিশেষ উদ্ধার বিমান পাঠিয়েছে সংস্থা। যাত্রীদের আনতে দিল্লি থেকে এআই-১৮৩ উদ্ধার ফ্লাইট মঙ্গলবার বিকেলে রওনা হচ্ছে। বুধবার সকালে ওই ফ্লাইট দিল্লি ফিরে আসবে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে যাত্রী ও ক্রুদের থাকার ও অন্যান্য ব্যবস্থার দায়িত্ব নিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থা আরও জানিয়েছে, ভারতীয় দূতাবাস এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এই অপ্রত্যাশিত অবতরণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। যাত্রীদের অসুবিধা কমাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এবং দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande