
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): আগেই দাগি শিক্ষকদের নামের তালিকা বের করেছিল এসএসসি। সোমবার রাতে গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকা প্রকাশ করল কমিশন। অযোগ্যদের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির নাম। এই অভিযোগ এবং তালিকায় সেই নামের প্রমাণ তুলে ধরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুললেন ‘দিদি’, এবার দায় এড়াবেন কীভাবে?
অগ্নিমিত্রা সামাজিক মাধ্যমে লিখেছেন, “৬৭৪ নম্বরেই নাম— বৃষ্টি মুখার্জী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল। অভিযোগ প্রমাণিত— যোগ্যতা নয়, প্রভাবেই চাকরি। বীরভূমের রামপুরহাট ১নং ব্লকের চাকাইপুর গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি তার পাশেই কুসুম্বা গ্রামে তার মামার বাড়ি। মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি।
এবার প্রশ্ন একটাই— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দুর্নীতিবিরোধী লড়াইয়ের বুলি এখন কতটা বিশ্বাসযোগ্য? নিজের পরিবারেই যখন অযোগ্যতার ছাপ, তখন অন্যের দিকে আঙুল তোলা যায় কীভাবে? এসএসসি-র প্রকাশিত তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, আত্মীয়, অনুগামী— প্রায় প্রতিটি জেলায়। কোচবিহার থেকে বাঁকুড়া, শিলিগুড়ি থেকে দুর্গাপুর— সব জায়গাতেই দেখা যাচ্ছে এক ছবিই: দল আর দুর্নীতি একাকার।
এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা রাজনৈতিক পচন। যেখানে সততা কেবল মঞ্চের বুলি, আর যোগ্যতার চেয়ে দামি হল পরিচয়— ‘দলের লোক’ আর চাকরি বিক্রি। কেন সরকার আদালত বলার পরেও তালিকা প্রকাশ করছিল না বোঝা গেল। দুর্নীতি শুধু প্রশাসনে নয়, ঢুকে পড়েছে পরিবারের ভেতরেও। এবার মানুষ বিচার করবে, আদালত নয়— ভোটেই।”
প্রসঙ্গত, এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত