দিল্লির বাতাস দূষিতই, মঙ্গলেও গুণগতমান 'খারাপ' পর্যায়ে
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান ''খারাপ'' পর্যায়েই। মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন অংশে বাতাসের গুণগতমানের সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ''খারাপ'' পর্যায়ে। দিল্লির কর্তব্য পথ ও আশেপাশের এলাকায় কুয়াশার আস্ত
দিল্লির বাতাস দূষিতই, মঙ্গলেও গুণগতমান 'খারাপ' পর্যায়ে


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান 'খারাপ' পর্যায়েই। মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন অংশে বাতাসের গুণগতমানের সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 'খারাপ' পর্যায়ে। দিল্লির কর্তব্য পথ ও আশেপাশের এলাকায় কুয়াশার আস্তরণ ছিল। এই এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৭৮।

আবার দিল্লির অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯২, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। দিল্লির আনন্দ বিহার ও সংলগ্ন এলাকাতেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯২। লোধি রোড ও তিলক মার্গে বাতাসের গুণগতমানের সূচক ছিল ১৫৩। দূষণ কমাতে, লোধি রোডের আশেপাশের এলাকায় এদিন সকালে নতুন দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সলিরের পক্ষ থেকে গাড়ির মাধ্যমে জল ছেটানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande