শান্তিনিকেতনে যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের অভিযোগ
বীরভূম, ৪ নভেম্বর (হি.স.): শান্তিনিকেতনে যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে শান্তিনিকেতন থানার অন্তর্গত উত্তর নারায়ণপুর এলাকায়। অভিযোগ, সোমবার রাতে মকরমপুর এলাকা থেকে একজন উত্তর নারায়ণপুর যাওয়া
শান্তিনিকেতনে যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের অভিযোগ


বীরভূম, ৪ নভেম্বর (হি.স.): শান্তিনিকেতনে যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে শান্তিনিকেতন থানার অন্তর্গত উত্তর নারায়ণপুর এলাকায়।

অভিযোগ, সোমবার রাতে মকরমপুর এলাকা থেকে একজন উত্তর নারায়ণপুর যাওয়ার কথা বলে যাত্রী সেজে মকরমপুর এলাকার বাসিন্দা রতন দাসের টোটোয় ওঠে। সেখানে পৌঁছতেই আরও তিনজন দুষ্কৃতী সেখানে জড়ো হয়ে টোটো নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। টোটোচালকের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে তা‍ঁকে মারধর করে টোটোটি ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande