বিহারের জীবিকা দিদি আর জঙ্গলরাজ আসতে দেবে না : অমিত শাহ
পশ্চিম চম্পারণ, ৪ নভেম্বর (হি.স.): বিহারের জনগণের কাছে এনডিএ-কে ভোট দেওয়ার আবেদন জানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বেতিয়া পশ্চিম চম্পারণে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, আপনারা অবশ্যই আমাদের তরুণ প্রার্থীকে
অমিত শাহ


পশ্চিম চম্পারণ, ৪ নভেম্বর (হি.স.): বিহারের জনগণের কাছে এনডিএ-কে ভোট দেওয়ার আবেদন জানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বেতিয়া পশ্চিম চম্পারণে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, আপনারা অবশ্যই আমাদের তরুণ প্রার্থীকে জয়ী করবেন। কিন্তু যখন আপনারা তীর বোতাম টিপবেন, তখন তা হবে একজন বিধায়ক নির্বাচন করার জন্য নয়, বরং বিহারের জঙ্গলরাজ বন্ধ করার জন্য।

অমিত শাহ আরও বলেন, চম্পারণ জেলায় জঙ্গলরাজের প্রকোপ দেখা গেছে। এই জেলায় নয়জনকে খুন করা হয়েছিল। অপহরণ, মুক্তিপণ আদায় এবং খুন সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার কারণে বিহারের মাটি রক্তে ভেজা। একই জঙ্গলরাজ ছদ্মবেশে ফিরে আসছে। আপনাদের অবশ্যই তা বন্ধ করতে হবে।

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande