“এসআইআর হবেই, একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না”, দাবি বিজেপি-র
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): “এসআইআর হবেই। আমরা পরিষ্কার বলেছি, একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না।” মঙ্গলবার বিজেপি-র তরফে সাংবাদিক সম্মেলনে এই দাবি করা হয়। দলের রাজ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার বলেন, তৃণমূল মিথ্যা প্রোপাগান্ডা করছে। বলছে এ
দেবজিৎ সরকার


কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): “এসআইআর হবেই। আমরা পরিষ্কার বলেছি, একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না।” মঙ্গলবার বিজেপি-র তরফে সাংবাদিক সম্মেলনে এই দাবি করা হয়।

দলের রাজ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার বলেন, তৃণমূল মিথ্যা প্রোপাগান্ডা করছে। বলছে এসআইআর আতঙ্কে মানুষ নাকি মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। একই প্রচার নানা ক্ষেত্রে আগেও চালানো হয়েছে।

নির্বাচন কমিশনের কাছে আমরা যা প্রস্তাব দিয়েছি এবং কমিশন যেভাবে সবটা করছে তাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভবনা নেই বলেই চলে। যাঁরা দেশ ভাগের পর এই রাজ্য বা দেশ ছেড়ে পাকিস্তান চলে যাননি, যাঁরা হিন্দু মুসলিম নির্বিশেষে এখানকার স্থায়ী বাসিন্দা এবং ধর্মীয় নিপীড়নের কারণে পড়শী দেশ থেকে যাঁরা বাঁচার জন্য এই রাজ্যে এসেছেন তাঁদের বৈধ নাগরিক হিসেবে গণ্য করা উচিত এবং তাঁরাও ভোট দেবেন বলেই আমরা মনে করি।

মৃত ভোটার তৃণমূলের ভিত্তি এবং রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ভোটার ওদের ভবিষ্যৎ। সেটা ওঁরা জানেন তাই এই মড়াকান্না করছে তৃণমূল। গণতন্ত্রকে সুষ্ঠভাবে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশন কাজ করে চলেছে। মমতা বন্দোপাধ্যায় বা তৃণমূল যদি মনে করে হৈচৈ করে পদ্ধতিতে বাধা দেবে তাহলে বলতে হয় তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা এর পক্ষে আছি এবং বৈধ ভোটারের পক্ষে রয়েছি।

বিজেপি-র রাজ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার এদিন বক্তব্যের শুরুতেই বলেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে বিজেপির তরফে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব সিইও অফিসে গিয়েছিলেন। আমাদের নির্দিষ্ট কিছু দাবি ছিল আমরা জানিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande