এসআইআর-এর সমর্থনে বিজেপি-র মিছিল
উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): এসআইআর চেয়ে ও এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে মঙ্গলবার সোদপুর মোড় থেকে আগরপাড়ার তেঁতুলতলা পর্যন্ত যায় বিজেপি-র মিছিল। ‘এসআইআর আতঙ্কে আত্মঘাতী’ প্রদীপ করের বাড়ির এলাকা পর্যন্ত যায় এই মিছিল। বিজেপি-র তরফে জানানো হ
এসআইআর-এর সমর্থনে বিজেপি-র মিছিল


উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): এসআইআর চেয়ে ও এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে মঙ্গলবার সোদপুর মোড় থেকে আগরপাড়ার তেঁতুলতলা পর্যন্ত যায় বিজেপি-র মিছিল। ‘এসআইআর আতঙ্কে আত্মঘাতী’ প্রদীপ করের বাড়ির এলাকা পর্যন্ত যায় এই মিছিল।

বিজেপি-র তরফে জানানো হয়, তৃণমূল সরকারের তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের প্রতিবাদে কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপির ডাকে, বহু কর্মী সমর্থক ও মাতৃশক্তিদের সাথে নিয়ে সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত পরিবর্তন যাত্রাতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ দিন সিইও অফিসে সাংবাদিক বৈঠকের পরে সোদপুরের মিছিলে যোগ দেন শুভেন্দুবাবু। NO SIR, NO VOTE-এর দাবি তুলে বিজেপি কলকাতা উত্তর শহরতলির জেলার উদ্যোগে এই মিছিল হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande