বালিভাসায় বাসের ধাক্কায় কলেজকর্মীর মৃত্যু, আন্ডারপাস সংস্কারের দাবি এলাকাবাসীর
ঝাড়গ্রাম, ৪ নভেম্বর (হি.স.) : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজকর্মীর। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে মানিকপাড়া ফাঁড়ির অন্তর্গত বালিভাসা এলাকায়। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বালিভাসার আন্ডারপাসটি সংস্কার করে
বালিভাসায় বাসের ধাক্কায় কলেজকর্মীর মৃত্যু, আন্ডারপাস সংস্কারের দাবি এলাকাবাসীর


ঝাড়গ্রাম, ৪ নভেম্বর (হি.স.) : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজকর্মীর। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে মানিকপাড়া ফাঁড়ির অন্তর্গত বালিভাসা এলাকায়। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বালিভাসার আন্ডারপাসটি সংস্কার করে উচ্চতা বাড়ানোর দাবি ওঠে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জঞ্জেশ্বর সিং (৫৫)। বাড়ি ঝাড়গ্রাম ব্লকের সুকনিবাসা গ্রামে। তিনি মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অস্থায়ী স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খড়্গপুরের দিক থেকে আসা একটি যাত্রিবাহী বাস বালিভাসার আন্ডারপাস এড়িয়ে রংরুটে মানিকপাড়ার দিকে যাওয়ার সময় বাইক আরোহী জঞ্জেশ্বর সিং-কে পেছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়, তবে পুলিশ বাসটিকে আটক করেছে।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের সময় বালিভাসা আন্ডারপাসটির উচ্চতা যথেষ্ট কম রাখা হয়, ফলে বড় বাস ও ট্রাক সেই পথে চলতে পারে না। এতে প্রায়ই যান চলাচলে বিপত্তি তৈরি হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিষ মাহাতো বলেন, “জাতীয় সড়ক সম্প্রসারণের সময়ই আমরা আন্ডারপাসের উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছিলাম। বহুবার পিটিশন দিয়েও কোনও ফল হয়নি। আজকের মর্মান্তিক ঘটনাই সেই অব্যবস্থার ফল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আমরা অবিলম্বে আন্ডারপাস সংস্কারের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, মঙ্গলবার ঝাড়গ্রাম পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা উমা ভৌমিক বলেন, “উনি আমাদের ক্যাজুয়াল অফিস স্টাফ ছিলেন। কলেজের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande