এসআইআর আবহে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে উদ্বেগ
মালদা, ৪ নভেম্বর, (হি.স.): এসআইআর আবহে দুশ্চিন্তা আর আশঙ্কার পরিবেশ তৈরি হল মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ৯৬নং বুথ এলাকায়। কারণ ওই বুথের কয়েকশো ভোটারের নাকি নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা ভোটার
এসআইআর আবহে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে উদ্বেগ


মালদা, ৪ নভেম্বর, (হি.স.): এসআইআর আবহে দুশ্চিন্তা আর আশঙ্কার পরিবেশ তৈরি হল মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ৯৬নং বুথ এলাকায়। কারণ ওই বুথের কয়েকশো ভোটারের নাকি নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা ভোটারদের সিংহভাগের দাবি, তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন।

এদিকে, বিজেপি দাবি করেছে, যদি কোনও এলাকার ভোটার মারা গিয়েছেন অথবা ওই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন, এমন রিপোর্ট বিএলও দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি ওই পরিবারের তরফে সেই ব্যক্তির এনিউমারেশন আবেদনপত্র জমা দেওয়া হয়, তাহলে সেগুলি পুরোদস্তুর খুঁটিয়ে দেখতে হবে ইআরও- দের। বিজেপি-র দাবি, চলতি বছরে ২৪ জুনের পরে বাসস্থানের যে যে সংসাপত্র দেওয়া হয়েছে, সেগুলি যিনি দিয়েছেন যেন তাঁর কাছ থেকে ইআরও যাচাই করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande