
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): এসআইআর-এর জন্য প্রয়োজনীয় নথি জাল করার অভিযোগ নিয়ে মঙ্গলবার সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করল রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল।
এসআইআর-এর পরে প্রয়োজনীয় নথির মধ্যে অন্যতম হলো বার্থ সার্টিফিকেট। শুভেন্দুবাবুর অভিযোগ, এসআইআর ঘোষণার পর থেকে লাগাতার বেআইনি ভাবে জন্ম শংসাপত্র বিলি করা হচ্ছে। যখন জন্ম নথিভূক্তিকরণ অফলাইন মাধ্যমে হতো, সেই সময়ের তারিখ ব্যবহার করে দেরিতে নথিবদ্ধ করা হচ্ছে। যাতে এসআইআর-এর নথি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা না হয়।
শুভেন্দুবাবুর অভিযোগ, স্থানীয় স্তরের তৃণমূল নেতৃত্ব, কাউন্সিলার এবং পঞ্চায়েত প্রধান এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জুড়ে রয়েছেন। শাসকদলের সঙ্গে প্রশাসনের একাংশ জাল শংসাপত্র তৈরির কাজে জড়িত বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
বিজেপির অভিযোগ, জন্ম শংসাপত্র জাল করার ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বন করেছে তৃণমূল। প্রথমে অফলাইন পদ্ধতিতে জাল জন্ম শংসাপত্র তৈরি করা হচ্ছে। তারপরে সেটি হারিয়ে গিয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। তারপরে সেই নথি দেখিয়ে নতুন করে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। স্থানীয় থানায় এমন অভিযোগের সংখ্যা বেড়ে গিয়েছে বলেও দাবি বিজেপির।
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং কোচবিহারে বেশি করে জাল শংসাপত্র তৈরির কাজ হচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। তাঁর দাবি, মৃত ব্যক্তিদের জীবিত হিসেবে দাখিল করে ভোটার তালিকায় নাম তুলে রাখার জন্য কৌশল করছেন স্থানীয় তৃণমূল নেতারা।
শুভেন্দু অধিকারীর দাবি, জাল নথি দেখানো এবং ভুয়ো তথ্য দেওয়া হলে আইনগত ভাবে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সিইও অফিসের তরফে। পাশাপাশি বিএলও-দের সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে তোলার জন্য নির্দেশ দেওয়ার দাবি করেছে বিজেপি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত