সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা : এস জয়শঙ্কর
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ইজরায়েলের একসঙ্গে কাজ করা উচিত, এমনটাই মনে করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘জিরো টলারেন্স’-এর এক বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য ভারত
Dr S Jaishankar meeting with Gideon Sa'ar


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ইজরায়েলের একসঙ্গে কাজ করা উচিত, এমনটাই মনে করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘জিরো টলারেন্স’-এর এক বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য ভারত ও ইজরায়েলের একসঙ্গে কাজ করা উচিত, মঙ্গলবার এই কথা বলেন এস জয়শঙ্কর। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদিওন সারের সঙ্গে বৈঠকে তিনি মঙ্গলবার ওই মন্তব্য করেন। তাঁর কথায়, আমাদের দুই দেশ সন্ত্রাসবাদের ক্ষেত্রে এক বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি।

এস জয়শঙ্কর বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) পুনর্ব্যক্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande