
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি মঙ্গলবার শুরু করল নির্বাচন কমিশন। নয় রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে এই এসআইআরের কাজ। প্রায় ৫১ কোটি ভোটারের তথ্য যাচাই করা হবে এই পর্যায়ে।
কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া তালিকা, আর ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এই দফায় অন্তর্ভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ।
কমিশনের দাবি, এই সংশোধনের মূল উদ্দেশ্য, কোনও যোগ্য নাগরিক যেন বাদ না যায় এবং অযোগ্য বা অবৈধ ভোটারদের নাম যেন মুছে ফেলা যায়। নাগরিকত্ব যাচাই সংক্রান্ত মামলার কারণে অসম এই দফায় অন্তর্ভুক্ত হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য