চম্পাওয়াতে খাদে গাড়ি পড়ে নিহত ৩, আহত ১
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
04 Nov 2025
গুয়াহাটি, ৪ নভেম্বর (হি.স.) : গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে অসমের জনগণ, বিশেষ করে শিখ ধর্মাবলম্বীদের প্ৰতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল আচার্য বলেন, ‘শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকদেব-জ..
হাফলং (অসম), ৪ নভেম্বর (হি.স.) : মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিএম) একাদশ সমাবর্তনে প্রয়াত জুবিন গার্গ মেমোরিয়াল স্বর্ণপদক লাভ করেছেন ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙের কলেজ রোডের বাসিন্দা সামসুল আলম এবং সুলতানা রাফিয়ার কন্যা ..
পানিপত, ৪ নভেম্বর (হি.স.): হরিয়ানার পানিপতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, দিওয়ানা রেলওয়ে স্টেশনের কাছে । ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তির নাম ওম প্রকাশ। তিনি দিওয়ানার বাসিন্দা । ..
পশ্চিম সিংভূম, ৪ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সারান্দিয়াপস গ্রামের কাছে সোনুয়া-গুড্ডি রাস্তায় । ঘটনায় ছয়জন আহত হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha