প্রয়াত হিন্দুজা গোষ্ঠীর কর্ণধার গোপীচাঁদ হিন্দুজা
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): মারা গেলেন হিন্দুজা গোষ্ঠীর কর্ণধার গোপীচাঁদ হিন্দুজা। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত কয়েক সপ্তাহ ধরে রোগভোগের পরে লন্ডনের এক হাসপাতালে মঙ্গলবার তাঁর জীবনাবসান হয় বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে এবিষয়ে জানানো হয়েছে। ২০২৩ সালে ব
গোপীচাঁদ হিন্দুজা


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): মারা গেলেন হিন্দুজা গোষ্ঠীর কর্ণধার গোপীচাঁদ হিন্দুজা। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত কয়েক সপ্তাহ ধরে রোগভোগের পরে লন্ডনের এক হাসপাতালে মঙ্গলবার তাঁর জীবনাবসান হয় বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে এবিষয়ে জানানো হয়েছে। ২০২৩ সালে বড় ভাই শ্রীচাঁদের মৃত্যুর পরে হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন গোপীচাঁদ। রেখে গিয়েছেন স্ত্রী সুনীতা, দুই ছেলে এবং এক কন্যাকে।

আন্তর্জাতিক বাণিজ্য মহলে ‘জিপি’ নামে সমধিক পরিচিত ছিলেন তিনি। প্রভাবশালী ব্যবসায়িক হিন্দুজা পরিবারের দ্বিতীয় প্রজন্মের অত্যন্ত সফল কারবারি ছিলেন গোপীচাঁদ। বহুজাতিক হিন্দুজা গ্রুপের দায়িত্বভার নেন ২০২৩ সালে মে মাসে। তাঁর বড় দাদা শ্রীচাঁদ পি হিন্দুজার জীবনাবসানের পর তিনি কোম্পানির মালিক হন। বংশ পরম্পরায় ব্যবসায়ী পরিবারে ভারতের স্বাধীনতার আগে জন্ম ‘জিপি’–র। তবে কর্মজীবন শুরু করেন ১৯৫৯ সালে। মুম্বইয়ে পরিবারের একটি সংস্থায় যোগদানের মাধ্যমে ব্যবসায়িক মহলে তাঁর প্রবেশ ঘটে। কয়েক দশক ধরে দেশের সীমারেখা ছাড়িয়ে ব্যবসাকে বিশ্বের চৌহদ্দিতে পৌঁছানোর মধ্যে তাঁর অবদান অনস্বীকার্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande