
কৈলাসহর (ত্রিপুরা), ৪ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়ন ও সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার দিনভর একাধিক গ্রাম পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। পরিদর্শনকালে তিনি গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান এবং স্থানীয় সমস্যা সম্পর্কে অবহিত হন।
দিনের শুরুতে রাজ্যপাল ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতে পৌঁছান। সেখানে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি রাঙ্গাউটি গেট নং ৫৫ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন এবং ১৯৯ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ-এর লাটিয়াপুর বিওপিতে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ন কমান্ড্যান্ট অতুল সাইনি।
পরবর্তীতে রাজ্যপাল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। গ্রামবাসীরা তাঁদের নানা সমস্যা রাজ্যপালের কাছে তুলে ধরেন। রাজ্যপাল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তবর্তী গ্রামগুলিকে সকল সুযোগ-সুবিধা সম্পন্ন আধুনিক গ্রামে পরিণত করার স্বপ্ন নিয়ে কাজ করে চলেছেন।”
এরপর রাজ্যপাল কুমারঘাট ব্লকের রাজকান্দি ভিলেজ কমিটি ও চণ্ডীপুর ব্লকের খাসিয়াবস্তি পরিদর্শন করেন। সেখানে তিনি খাসিয়া ও ডার্লং সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন। দিনের শেষে তিনি জামতৈলবাড়ি ভিলেজ কমিটিও পরিদর্শন করেন।
এই কর্মসূচিগুলিতে রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যপাল সচিব ইউ কে চাকমা, ঊনকোটি জেলার জেলা শাসক ডাঃ তমাল মজুমদারসহ বিভিন্ন দফতরের জেলাস্তরের আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ