গুরু নানক জয়ন্তী, অসমে শিখ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের
গুয়াহাটি, ৪ নভেম্বর (হি.স.) : গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে অসমের জনগণ, বিশেষ করে শিখ ধর্মাবলম্বীদের প্ৰতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল আচার্য বলেন, ‘শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকদেব-জ
গুরু নানক জয়ন্তী, অসমে শিখ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের


গুয়াহাটি, ৪ নভেম্বর (হি.স.) : গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে অসমের জনগণ, বিশেষ করে শিখ ধর্মাবলম্বীদের প্ৰতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল আচার্য বলেন, ‘শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকদেব-জির জন্মবার্ষিকী তাঁর প্রেম, সাম্য এবং ঐক্যের চিরকালের শিক্ষাকে স্মরণ করার একটি উপলক্ষ।’ রাজ্যপাল বলেন, ‘গুরু নানকদেব-জির সর্বজনীন ভ্রাতৃত্ব, সমবেদনা এবং মানবতার সেবার বার্তা বিশ্বজুড়ে প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

রাজ্যপাল আচার্য শান্তি, সম্প্রীতি ও সদিচ্ছার ওপর ভিত্তি করে একটি সমাজ গড়তে সকলকে গুরু নানকের সত্য, নিঃস্বার্থতা এবং ন্যায়পরায়ণতার পথ অনুসরণ করার আহ্বান জানান। গুরু নানক জয়ন্তী ঐক্যবদ্ধতার চেতনাকে শক্তিশালী করবে এবং সকল সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়ার প্রচার করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande