
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): রাজ্য বিজেপির দাবি মেনে আগামী ৯ নভেম্বর (রবিবার) মিছিল করার অনুমতি দিল হাই কোর্ট। রাজ্যের আইনজীবী এই প্রস্তাবের বিরোধিতা করেননি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মিছিলের বিরোধিতা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। মঙ্গলবার একটি মিছিল ছিল উত্তর ২৪ পরগনার সোদপুরে। অপর মিছিলটি বুধবার পূর্ব বর্ধমানে হওয়ার কথা। মঙ্গলবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র বেঞ্চ দ্বিতীয় মিছিলটি অন্য দিনে করতে বলেন।
ডিভিশন বেঞ্চের নির্দেশের আগেই অবশ্য মঙ্গলবার সোদপুরে মিছিল শুরু হয়। বিজেপির আইনজীবী ওই মিছিলের অনুমতির বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি জানান়, আদালতের নির্দেশনামায় বিষয়টির উল্লেখ থাকবে।
সোমবার বিচারপতি কৌশিক চন্দ শুভেন্দুবাবুকে মঙ্গলবার সোদপুরে এবং বুধবার পূর্ব বর্ধমানে মিছিল করার অনুমতি দিয়েছিলেন। তার বিরোধিতা করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত