“নিজের ছেলেকে সব থেকে বড় পোস্ট” অমিত শাহকে আক্রমণ মমতার
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): আমাদের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেয়, আর নিজের ছেলেকে সব থেকে বড় পোস্ট!’ মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে জ্ঞানেশ কুমারকে তোপ দাগেন মমতা। বললেন, ‘কুর্সিবাবু
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): আমাদের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেয়, আর নিজের ছেলেকে সব থেকে বড় পোস্ট!’ মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে জ্ঞানেশ কুমারকে তোপ দাগেন মমতা। বললেন, ‘কুর্সিবাবুকে প্রশ্ন, বাংলায় রোহিঙ্গা যদি আসে, কোথা থেকে আসে? নাগাল্যান্ড, ত্রিপুরা, অসমে এসআইআর হল না কেন? এখানে পুজোর মধ্যেই তড়িঘড়ি এসব কেন? পাঠানো হল ওড়িশার একজনকে। ওদের তো পুজো নেই। আমাদের পুজো রিয়েল।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande