
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): “কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আসন্ন ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই মহান শিল্পীকে সম্মান জানিয়ে তাঁর কালজয়ী সিনেমাগুলি প্রদর্শিত হবে। শুধু তাই নয়, তাঁর ওপর আলাদা একটি প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে।”
প্রসঙ্গত, ঋত্বিক ঘটকের (৪ নভেম্বর ১৯২৫ - ৬ ফেব্রুয়ারি ১৯৭৬) স্বীকৃতিপ্রাপ্তির তালিকা বেশ দীর্ঘ।
তার মধ্যে আছে— ১৯৭০: ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন।
*১৯৫৭: মুসাফির চলচ্চিত্রের জন্য ভারতের ৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধার ছাড়পত্র পান।
*১৯৫৯: মধুমতী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ৬ষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কার-এ মনোনয়ন পান।
*১৯৭০: হীরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য ১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র পুরস্কার (প্রধানমন্ত্রীর স্বর্ণপদক) পান।
*১৯৭৪: যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
*১৯৭৪: তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে একটি পুরস্কার পান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত