বেঙ্গালুরুতে মেয়ের মৃত্যুর পর ঘুষ দিতে বাধ্য, কর্ণাটকের মুখ্যসচিব ও ডি-জিপিকে নোটিস এনএইচআরসি-র
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : মেয়ের মৃত্যুর পর বিভিন্ন সরকারি দফতরে ঘুষ দিতে বাধ্য হওয়ার ঘটনায় কর্ণাটক সরকারের মুখ্যসচিব ও রাজ্যের পুলিশ মহাপরিচালককে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।কমিশন নিজে থেকেই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের
বেঙ্গালুরুতে মৃত মেয়ের পর ঘুষ দিতে বাধ্য, কর্ণাটকের মুখ্যসচিব ও ডি-জিপিকে নোটিস এনএইচআরসি-র


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : মেয়ের মৃত্যুর পর বিভিন্ন সরকারি দফতরে ঘুষ দিতে বাধ্য হওয়ার ঘটনায় কর্ণাটক সরকারের মুখ্যসচিব ও রাজ্যের পুলিশ মহাপরিচালককে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।কমিশন নিজে থেকেই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনাটির ওপর নজর দেয়। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, বেঙ্গালুরুর এক ৬৪ বছর বয়সি ব্যক্তি তাঁর মেয়ের মৃত্যুর পর একাধিক দফতরে ঘুষ দিতে বাধ্য হন।

মঙ্গলবার এনএইচআরসি এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ অক্টোবর ঘটা ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং মানবাধিকারের লঙ্ঘনের ইঙ্গিত দেয়।কমিশন মুখ্যসচিব ও ডি-জিপিকে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত , প্রতিবেদনের বলা হয়েছে, মৃতা তরুণী ছিলেন আইআইটি মাদ্রাজ ও আইআইএম আহমেদাবাদের প্রাক্তন ছাত্রী। ১৮ সেপ্টেম্বর ব্রেন হেমারেজে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে শুরু হয় এক বাবার দুর্ভোগ। অভিযোগ, প্রথমে অ্যাম্বুল্যান্স চালক অতিরিক্ত ভাড়া দাবি করে। পরে থানায় মৃত্যুর রিপোর্ট জমা দিতে গিয়ে পুলিশকেও ঘুষ দিতে হয়, যাতে ময়নাতদন্ত ও এফআইআরের কপি পাওয়া যায়। এখানেই শেষ নয়। অভিযোগ, দাহঘাট কর্মীরাও ঘুষ দাবি করেন, এমনকি মৃত্যুসনদ পেতেও পৌর দফতরে ঘুষ দিতে হয়। এক সিনিয়র অফিসারের হস্তক্ষেপ সত্ত্বেও ওই সার্টিফিকেট মেলে কেবল ঘুষের পরেই।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনএইচআরসি জানিয়েছে, এমন ঘটনায় প্রশাসনিক ও নৈতিক দায়বদ্ধতা স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande