
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): এবারের নির্বাচনে বিহারে বিজেপি জিততে চলেছে, তাও আবার বড় ব্যবধানে। বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার বিহারের মহিলাদের সঙ্গে আমার বুথ সবচেয়ে শক্তিশালী - নারী সংলাপ কর্মসূচিতে অংশ নিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এই নির্বাচনের সময় যেখানেই যাওয়ার এবং কর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, সেখানেই দেখেছি বিহারের কর্মীরা সম্পূর্ণরূপে নিবেদিত। আপনারা সকলেই খুব কঠোর পরিশ্রম করছেন। প্রতিটি সমাবেশ পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিচ্ছে এবং আমাদের বোন ও মেয়েরা বিপুল সংখ্যক জনসভায় অংশগ্রহণ করছে। আমার বুথ, সবচেয়ে শক্তিশালী এই অঙ্গীকার নিয়ে বিহার বিজেপির মহিলা কর্মীরা চমৎকার কাজ করছেন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই নির্বাচনে, এটা নিশ্চিত হয়ে গেছে যে এনডিএ জয়লাভ করছে, তাও এক বিরাট জয়। এখন বিহারে যে উন্নয়ন হচ্ছে, তা দরিদ্র, দলিত অনগ্রসর শ্রেণী এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণীর সকলের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। বিহারের জনগণ গত ২০ বছরের এনডিএ-র জয়ের রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। জঙ্গলরাজের সমর্থকরা তাদের সবচেয়ে ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হবে। বিহারে উন্নয়ন আনতে পারে কেবল এনডিএ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা