গাইঘাটার স্কুলে বিএলও-দের তালা বন্ধ করে রাখলেন অভিভাবকরা
উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): মঙ্গলবার গাইঘাটার স্কুলে বিএলও-দের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর-এর কাজে ''স্কুল ছেড়ে যাওয়া যাবে না '। স্কুলে মোট ৩ জন শিক্ষক, ৩ জনই বিএলও-র দায়িত্বে। এদিন শিক্ষকরা স্কুলে আসতেই তাঁ
গাইঘাটার স্কুলে বিএলও-দের তালা বন্ধ করে রাখলেন অভিভাবকরা


উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): মঙ্গলবার গাইঘাটার স্কুলে বিএলও-দের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর-এর কাজে 'স্কুল ছেড়ে যাওয়া যাবে না '।

স্কুলে মোট ৩ জন শিক্ষক, ৩ জনই বিএলও-র দায়িত্বে। এদিন শিক্ষকরা স্কুলে আসতেই তাঁদের অভিভাবকরা তালা বন্ধ করে রাখেন। তাঁদের একটাই দাবি, বিএলও-র কাজ নয় শিক্ষকদের পড়াতে হবে ছাত্রদের। এই ঘটনায় বাড়ে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছন যুগ্ম বিডিও, যায় গাইঘাটা থানার পুলিশ।

আটকে থাকা এক শিক্ষক বলেন, “আমাদের আটকে রেখেছিল। গেটে তালা দিয়েছিল। এই স্কুলে আমরা তিনজন পড়াই। আর তিনজনকেই বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কারণে তালা দিয়ে দিয়েছে। আমরা চলে গেলে কে পড়াবে? সেই কারণে অভিভাবকরা চাইছেন শিক্ষক নিয়োগ হোক।”

এক অভিভাবক বলেন, “আমাদের স্কুলে ১৫০ ছাত্র-ছাত্রী। গরিব এলাকা। স্কুলে পড়ান তিনজন শিক্ষকরা অন্যত্র ডিউটি করলে বাচ্চাদের পড়াবে কে?” সূত্রের খবর, মূলত অভিভাবকরা এই দাবি তুললেও নেপথ্যে ছিল তৃণমূলের ইন্ধন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande