“রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে”, হুঁশিয়ারি শুভেন্দুর
উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি। আর সেই দিনেই রাজপথে মুখোমুখি শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ছড়ায় দুই শিবিরের পাল্টা কর্মসূচি ঘিরে।তৃণম
শুভেন্দু অধিকারী


উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি। আর সেই দিনেই রাজপথে মুখোমুখি শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ছড়ায় দুই শিবিরের পাল্টা কর্মসূচি ঘিরে।তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও রাজ্যে এসআইআর আটকে রাখা যাবে না, বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তাঁর মন্তব্য, “৭ তারিখ ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট হবে না। ৪ মে রাত ১২টার পর রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে।”

এসআইআর-এর বিরোধিতায় এদিন কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা, মন্ত্রী ও বহু কর্মী-সমর্থক।

অন্যদিকে, এসআইআর-এর পক্ষে সমর্থন জানিয়ে এদিন পথে নামে বিজেপি। উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে বিজেপির “পরিবর্তন যাত্রা”-য় অংশ নেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন,

“হাইকোর্টের নির্দেশ মেনেই আমাদের মিছিল হয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—ভোটার তালিকা তৈরি ও গণতান্ত্রিক সরকার গঠনই তাদের কাজ।”

এরই পাশাপাশি, পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, “মৃত্যু নিয়েও রাজনীতি হচ্ছে—এটা খুবই দুঃখজনক। যার চারটি আঙুল নেই, সে কীভাবে সুইসাইড নোট লিখবে? আমি প্রমাণ করে দেব, সেই নোট ভুয়ো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারে কেউ বিশ্বাস করবেন না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande