
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): এসআইআর-এর প্রতিবাদে কলকাতার রাস্তায় নামতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। তার আগে থেকেই প্রস্তাবিত যাত্রাপথে
সাজ সাজ রব।
প্রতিবাদে, প্রতীকী বার্তায় এবং সাংবিধানিক আবেগে ভর করে মিছিল করবেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন পথে এই মিছিল হবে, ইতিমধ্যেই তা ঘোষণা করা হয়েছে।
মিছিল শুরুর পর রানি রাসমণি রোড ধরে গিয়ে কে সি দাস মোড় হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আম্বেদকর ও রবীন্দ্রনাথের নামের সঙ্গে মিছিলের সূচনা ও সমাপ্তি স্থল যুক্ত করে তৃণমূল স্পষ্টতই সাংবিধানিক মূল্যবোধ এবং বাঙালিয়ানার প্রতীক হিসেবে বিষয়টিকে তুলে ধরতে চাইছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল ২ নভেম্বর শহিদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ করার। কিন্তু ওই দিন জায়গা না পাওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে এসআইআর শুরু হওয়ার দিনটিকে হাতছাড়া করতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাই মিছিলের মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চলেছে দল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত