বিএলএ-র অভাবে হোঁচট খাচ্ছে এসআইআর-এর প্রথম পর্যায়ের সমীক্ষা
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): এসআইআর-এর প্রথম পর্যায় থেকেই সমস্যায় পড়ছে কিছু রাজনৈতিক দল। প্রতিটা বুথ বা ভোটকেন্দ্রে বিএলও (বুথ লেভেল অফিসার)-দের সঙ্গে থাকার কথা বিএলএ (বুথ লেভেল এজেন্ট)-২-দের, যাতে গোটা প্রক্রিয়ার উপর সমস্ত রাজনৈতিক দল নজর রাখতে পারে
বিএলএ-র অভাবে হোঁচট খাচ্ছে এসআইআর-এর প্রথম পর্যায়ের সমীক্ষা


কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): এসআইআর-এর প্রথম পর্যায় থেকেই সমস্যায় পড়ছে কিছু রাজনৈতিক দল। প্রতিটা বুথ বা ভোটকেন্দ্রে বিএলও (বুথ লেভেল অফিসার)-দের সঙ্গে থাকার কথা বিএলএ (বুথ লেভেল এজেন্ট)-২-দের, যাতে গোটা প্রক্রিয়ার উপর সমস্ত রাজনৈতিক দল নজর রাখতে পারে। কিন্তু বিএলএ-২ যোগাড় করতে হিমসিম খাচ্ছে দলগুলো। সূত্রের খবর, বিএলএ-র অভাবে হোঁচট খাচ্ছে এসআইআর-এর প্রথম পর্যায়ের সমীক্ষা।

মঙ্গলবার থেকে কমিশনের নিযুক্ত বিএলও-রা সমীক্ষার ‘এনুমারেশন’ (আবেদনপত্র) নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন। বিএলও যখনই কারও বাড়িতে যাবেন, তখন সঙ্গে থাকার কথা দলের নিযুক্ত বিএলএ-২। কোনও ভুলভ্রান্তি দেখলেই তা ধরিয়ে দেবেন তাঁরা।

সোমবার খবর পাওয়া গিয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ৪১,৮০০ বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-এর নাম নথিভুক্ত হয়েছে। তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে সিইও দফতর।

রাজ্যে বুথের সংখ্যা ৯৪ হাজারের বেশি। প্রধান যুযুধান দুই দল তৃণমূল এবং বিজেপি সব বুথে বিএলএ-দের নাম নথিভুক্ত করলে তা ১ লক্ষ ৮০ হাজার ছাপিয়ে যাওয়ার কথা। কিন্তু মাত্র ৪১৮০০ বিএলএ-র নাম নথিভুক্তি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ৪১৮০০ বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-এর নাম নথিভুক্ত হয়েছে। তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে সিইও দফতর।

প্রসঙ্গত, রাজ্যে বুথের সংখ্যা ৯৪ হাজারের বেশি। প্রধান যুযুধান দুই দল তৃণমূল এবং বিজেপি সব বুথে বিএলএ-দের নাম নথিভুক্ত করলে তা ১ লক্ষ ৮০ হাজার ছাপিয়ে যাওয়ার কথা। কিন্তু মাত্র ৪১৮০০ বিএলএ-র নাম নথিভুক্তি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিএলএ নিয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। ২৯৪ জন বিএলএ-১ এবং ৭৯১২ জন বিএলএ-২ নিযুক্ত করেছে তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande