
মুর্শিদাবাদ, ৪ নভেম্বর, (হি.স.): ফের ‘এসআইআর আতঙ্কে’ আত্মহত্যা! চাষের কাজ করতে গিয়ে কীটনাশক খেয়ে ‘আত্মঘাতী’ হলেন এক কৃষক! মৃতের নাম মহুল শেখ।
মৃতের পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন বলে অভিযোগ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, কান্দি পুরসভার ১২ ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মহুল শেখ। এদিন সকালে তিনি চাষের কাজ করতে জমিতে গিয়েছিলেন। পরিবারের দাবি, চাষের কাজ করার সময়ই কীটনাশক খেয়েছিলেন তিনি! কিছু সময়ের মধ্যেই তিনি অসুস্থবোধ করতে থাকেন।
বিষয়টি দেখে জমিতে কাজ করা অন্যান্য কৃষকরা ছুটে যান তাঁর কাছে। দ্রুত তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বাড়ির লোকজনকে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই হাসপাতাল থেকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত