“মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য”, দাবি দেবজিতের
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): “তৃণমূল সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাঁরা যতই মহা মিছিল, বড় মিছিল হওয়ার দাবি করুক না কেন, সেখানে ভিড় বলে কিছু ছিল না।” মঙ্গলবার এই দাবি করেন বিজেপি-র রাজ্য মুখপাত্র
“মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য”, দাবি দেবজিতের


কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): “তৃণমূল সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাঁরা যতই মহা মিছিল, বড় মিছিল হওয়ার দাবি করুক না কেন, সেখানে ভিড় বলে কিছু ছিল না।” মঙ্গলবার এই দাবি করেন বিজেপি-র রাজ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার।

সল্ট লেক বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, এসআইআর-এর বিরুদ্ধে আজ রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। সংবাদমাধ্যমের ক্যামেরা কেবল মঞ্চের দিকে তাক করে ছিল। নিচের দিকে তা নামালেই দেখা গেছে সেখানে ভিড় বলে কিছু নেই। আমরা নিশ্চিত তৃণমূলের মধ্যেও গণতন্ত্রপ্রেমী কোনও মানুষ থেকে থাকেন, তাঁরা সমর্থন করেন না এগুলো। কিছু ভুলভাল কথা বলে মানুষকে ভুল বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু তাতে করে চিঁড়ে ভিজবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande