যাকে যখন-খুশি বহিষ্কার করে দেওয়া হচ্ছে, তোপ অভিষেকের
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি বিবির প্রসঙ্গ টেনে মঙ্গলবার তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘এক গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। অথচ তাঁর বাবা, মা, স্বামী-সহ পরিবারের ৬ জনের ভোটার তালিকায় নাম রয়
অভিষেকের ডিজিটাল যুদ্ধ


কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি বিবির প্রসঙ্গ টেনে মঙ্গলবার তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বলেন, ‘এক গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। অথচ তাঁর বাবা, মা, স্বামী-সহ পরিবারের ৬ জনের ভোটার তালিকায় নাম রয়েছে। ২০০২-এর খসড়া তালিকায় তাঁর বাবা-মায়ের নাম রয়েছে। বাংলা এই বঞ্চনার কথা ভুলবে না।’

জোড়াসাঁকোর মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘দু’দিন আগে এই মিছিলের ঘোষণা হয়েছিল। তাতেই এই সমর্থন। তাহলে ভেবে নিন দিল্লিতে গিয়ে কী করতে পারি।’ একজনও বৈধ ভোটারকে বাদ দিলে তীব্র আন্দোলন হবে, সেই বার্তা দিতেই এই মিছিলের ডাক।

এর আগে, রেড রোড থেকে শুরু হয় তৃণমূলের মেগা মিছিল। সেখানে পৌঁছন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিআর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande