এসআইআর ঘোষণার পর গত ৭ দিনে ৭ সহ-নাগরিককে হারিয়েছি : অভিষেক
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.) : মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে এসআইআর নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে রাজ্যে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই ঘোষণার পর গত ৭ দিনে সাত সহনাগরিককে হারিয়েছি।’ তৃণমূলের প্রতিবাদ মিছ
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.) : মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে এসআইআর নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে রাজ্যে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই ঘোষণার পর গত ৭ দিনে সাত সহনাগরিককে হারিয়েছি।’

তৃণমূলের প্রতিবাদ মিছিল জোড়াসাঁকোয় পৌঁছনোর পর সভামঞ্চে এসআইআর-এর আতঙ্কে আত্মঘাতীদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক।

অভিযোগ, এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যু হয়েছে সাত জনের। প্রিয়জনহারা শোকার্ত পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন আজকের মিছিলে। কর্মসূচি শুরুর আগে তাঁদের সঙ্গে একান্তে কথা বলেন অভিষেক। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে চলে তৃণমূলের প্রতিবাদ মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান প্রচুর মানুষ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande