প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে গুলি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে
ফরিদাবাদ, ৪ নভেম্বর (হি.স.): প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে গুলি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকার ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কোচিং ক্লাস থেকে ফিরছিল ওই কিশোরী। শ্যাম ক
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে গুলি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে


ফরিদাবাদ, ৪ নভেম্বর (হি.স.): প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে গুলি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকার ঘটনা।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কোচিং ক্লাস থেকে ফিরছিল ওই কিশোরী। শ্যাম কলোনির কাছে একটি মোটরবাইকে অপেক্ষা করছিল যতীন মঙ্গলা নামে অভিযুক্ত তরুণ। এলাকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, কিশোরীকে পরপর দু’টি গুলি করে পালাচ্ছে অভিযুক্ত। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। তবে অভিযুক্ত পলাতক। কিশোরীর কাঁধে এবং পেটে গুলি লেগেছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিশোরীকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande