
আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : চিকিৎসা শিক্ষার পরিসর আরও বিস্তৃত করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নেশন্যাল মেডিকেল কমিশন (এনএমসি)। কমিশন ত্রিপুরা মেডিকেল কলেজ (টিএমসি) ও আগরতলার ডঃ বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের জন্য অতিরিক্ত ৫০টি এমবিবিএস আসন অনুমোদন করেছে।
ফলে টিএমসি-তে এমবিবিএস ভর্তির আসনসংখ্যা ১০০ থেকে বেড়ে দাঁড়াল ১৫০-তে। এর ফলে সমগ্র ত্রিপুরা রাজ্যে মোট এমবিবিএস আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৫০-তে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আপডেট শেয়ার করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, গত তিন বছরে রাজ্যে মোট ২২৫টি নতুন এমবিবিএস আসন সংযোজিত হয়েছে। এটি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক বলে তিনি উল্লেখ করেন।
ডাঃ সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের নিরন্তর সহযোগিতা ও দিকনির্দেশনায় ত্রিপুরা স্বাস্থ্যখাতে এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা শিক্ষার আরও সুযোগ সৃষ্টি হল, পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাও আরও মজবুত হবে বলে প্রশাসনের তরফে আশা প্রকাশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ