
আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : গণতান্ত্রিক ব্যবস্থায় বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে তিনদিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করে তিনি বলেন, “সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সংবাদপত্রের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতি পক্ষকালে উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয়ে পর্যালোচনা করা হয় বলেও তিনি উল্লেখ করেন। অতীতে সাংবাদিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “দোষীদের বিচার যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে সরকার সর্বদা তৎপর।”
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায় বলেন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান, তিনদিনব্যাপী এই ওয়ার্কশপে ৭ জন রিসোর্স পার্সন বক্তব্য রাখবেন এবং ৩৫০-এরও বেশি সাংবাদিক ও চিত্রসাংবাদিক অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক অনামিত্র চ্যাটার্জি ও সৌমিত্র বিজয় ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হয়। ওয়ার্কশপটির আয়োজক তথ্য ও সংস্কৃতি দফতর এবং আগরতলা প্রেস ক্লাব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ