একমাত্র এনডিএ-ই বিহারকে ‘বিকশিত’ করতে পারে : রাজনাথ
পাটনা, ৪ নভেম্বর (হি.স.): নীতীশের বিরুদ্ধে একটাও দুর্নীতির মামলা নেই। তাই একমাত্র এনডিএ-ই বিহারকে ‘বিকশিত’ করতে পারে, এমনটাই মনে করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বি
Rajnath Singh


পাটনা, ৪ নভেম্বর (হি.স.): নীতীশের বিরুদ্ধে একটাও দুর্নীতির মামলা নেই। তাই একমাত্র এনডিএ-ই বিহারকে ‘বিকশিত’ করতে পারে, এমনটাই মনে করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে একটিও দুর্নীতির মামলা নেই। তাই তিনি জোর দিয়ে বলেছেন যে, কেবলমাত্র এনডিএ-ই রাজ্যটিকে বিকশিত করতে পারে। এ দিন বিহারে এক নির্বাচনী সভায় বক্তৃতার সময়ে প্রতিরক্ষা মন্ত্রী তথা এই বিজেপি নেতা দাবি করেন, ইন্ডি জোট ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের এক জন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি আদতে ‘মিথ্যা’। রাজনাথ প্রশ্ন তোলেন, এর জন্য ইন্ডি জোট প্রয়োজনীয় অর্থ কোথা থেকে পাবে? তাঁর কথায়, ইউপিএ শাসনকালে কেন্দ্র বিহারকে মাত্র ২ লক্ষ কোটি টাকা দিয়েছিল। যেখানে মোদী সরকার ১০ বছরে পূর্বাঞ্চলীয় রাজ্যকে ১৫ লক্ষ কোটি টাকা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande