
বারাণসী, ৪ নভেম্বর (হি.স.): বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করার অভিযোগে আটক করা হল এক যাত্রীকে। সোমবার সন্ধ্যায় বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।
মঙ্গলবার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬.৪৫ মিনিট নাগাদ বারাণসী থেকে মুম্বইয়ের জন্য রওনা হয়েছিল আকাসা এয়ারের কিউপি ১৪৯৭ উড়ানটি। বিমানটি যখন রানওয়ের দিকে এগোচ্ছিল, তখনই এক যাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলার চেষ্টা করেন। তিনি জৌনপুর জেলার বাসিন্দা। বিমানটি থামিয়ে তখনই তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ