
আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার বেহাল প্রশাসনিক ও আর্থসামাজিক পরিস্থিতির বিরুদ্ধে সরব হল প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠনগুলি। সাত দফা দাবিকে সামনে রেখে আগামী ৬ নভেম্বর রাজ্যজুড়ে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা করেছে প্রদেশ যুব কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস, এনএসইউআই এবং সেবা দল।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা সদর এলাকায় এই গণঅবস্থান অনুষ্ঠিত হবে। আগরতলার রাধানগর বাস স্ট্যান্ডে হবে সদর মহকুমার মূল কর্মসূচি।
নীলকমল সাহা অভিযোগ করে বলেন, “রাজ্যে বেকারত্ব চরমে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার সাধারণ মানুষের সমস্যায় উদাসীন।” তিনি আরও জানান, সাধারণ মানুষের দাবিদাওয়ার প্রতি সরকারের অনীহার প্রতিবাদেই এই গণঅবস্থান কর্মসূচি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউআই নেতা আমির হোসেন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী এবং সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ