‘এত কিছুর পরও যদি নাম বাদ যায় ....”, হুঁশিয়ারি মমতার
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): ‘এত কিছুর পরও যদি নাম বাদ যায়। ধাক্কা দিয়ে বের করে দেয় তাহলে একটা গান বেঁধে দেব, ধাক্কা-ধাক্কা-ধাক্কা।’ মঙ্গলবার কেন্দ্রবিরোধী সমাবেশে এ কথা বলেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মতুয়াদের ঢাক বাজাতে বলে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): ‘এত কিছুর পরও যদি নাম বাদ যায়। ধাক্কা দিয়ে বের করে দেয় তাহলে একটা গান বেঁধে দেব, ধাক্কা-ধাক্কা-ধাক্কা।’ মঙ্গলবার কেন্দ্রবিরোধী সমাবেশে এ কথা বলেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঞ্চ থেকে মতুয়াদের ঢাক বাজাতে বলে স্লোগান তুলেন তিনি। বলেন, ‘নিজেকে বাঁচান, বিজেপি হটান। এনআরসি হতে দেব না। কী করবে? আমার রক্ত নেবে? কবে নেবে বলো?’, বলেন, কোনও এজেন্সি দেখে ভয় পাবেন না।

‘নোটবন্দির পর জনবন্দি-গণবন্দি করছে’, বিজেপিকে তুলোধোনা করে আতঙ্কগ্রস্ত রাজ্যবাসীকে তাঁর বার্তা, ‘বিজেপির চক্রান্তে নিজের প্রাণ দেবেন না। প্রাণ অমূল্য সম্পদ। চরম সিদ্ধান্ত নেবেন না।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande