
বাহরাইচ, ৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রিসিয়া থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এক পুলিশ আধিকারিক জানান, বুধবার সকালে লখনউ-বাহরাইচ জাতীয় মহাসড়কের মদন কোঠি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার খাদে উল্টে যায়। ট্রেলারটি ফখরপুর থেকে নুড়ি বোঝাই করে আনছিল। দুর্ঘটনায় দুই ব্যক্তি, একজন মহিলা এবং এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন