রাতে বুলডোজার দিয়ে সিপিএম কার্যালয় ভাঙার অভিযোগ
উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর, (হি.স.): এসআইআর আবহে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে। সেই আবহে সিপিএম কার্যালয় ভাঙার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কার্যালয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘোলা এলাকায়। ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের
রাতে বুলডোজার দিয়ে সিপিএম কার্যালয় ভাঙার অভিযোগ


উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর, (হি.স.): এসআইআর আবহে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে। সেই আবহে সিপিএম কার্যালয় ভাঙার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কার্যালয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘোলা এলাকায়। ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল।

ঘোলা বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিষপোতা এলাকায় সিপিএমের একটি কার্যালয় দীর্ঘদিন ধরে রয়েছে। সিপিএমের ওই কার্যালয়টির ছাদের অংশ ভগ্নপ্রায় হয়েছিল। সেজন্য ওই কার্যালয়টি বন্ধ হয়েই থাকত। বুধবার সকালে দেখা যায় ওই কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে!

রাতের অন্ধকারে ওই কার্যালয় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যান সিপিএমের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখানো হয় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande