পুকুর থেকে উদ্ধার নিখোঁজ শিশু কন্যার দেহ , চাঞ্চল্য উলুবেড়িয়ায়
হাওড়া, ৫ নভেম্বর (হি.স.) : হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বাণিতলা এলাকায় একটি পুকুর থেকে সাত বছর বয়সী এক শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে। রিয়া প্রামাণিক নামে ওই শিশুটি মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপ
পুকুর থেকে উদ্ধার নিখোঁজ শিশু কন্যার দেহ , চাঞ্চল্য উলুবেড়িয়ায়


হাওড়া, ৫ নভেম্বর (হি.স.) : হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বাণিতলা এলাকায় একটি পুকুর থেকে সাত বছর বয়সী এক শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে। রিয়া প্রামাণিক নামে ওই শিশুটি মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রিয়া তার বাড়ির কাছে খেলছিল এবং তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটির কোনও সন্ধান পায়নি। এরপর বুধবার সকালে স্থানীয়রা রিয়ার বাড়ির কাছে একটি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে শরৎচন্দ্র চ্যাটার্জি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। তল্লাশির সময় পুকুর থেকে রিয়ার সাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক পুলিশের অনুমান, মঙ্গলবার বিকেলে সাইকেল চালানোর সময় সে পুকুরে পড়ে ডুবে যায়। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande